News71.com
 Health
 25 Mar 16, 01:53 AM
 1316           
 0
 25 Mar 16, 01:53 AM

জিকা (Zika Virus) সম্পর্কে জানুন .............

জিকা (Zika Virus) সম্পর্কে জানুন .............

হেলথ ডেস্ক : জিকা (Zika Virus) ভাইরাস ইনফেকশন সংক্রামক ব্যাধি যা মশার মাধ্যমে ছড়ায়। এ রোগে সাধারণত হাসপাতালে ভর্তির প্রয়োজন না পড়লেও বিপদের ঝুঁকি একেবারেই কম নয়।শুরুতে তেমন কোন সমস্যা না হলেও এ রোগে জ্বর, শরীর বা গীটায় ব্যথা, চর্ম ও চোখে রক্ত আসা ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে।

আক্রান্ত হওয়ার কয়েক দিনের মধ্যে কোন প্রকার চিকিৎসা ছাড়াই রোগী ভাল হয়ে যেতে পারে তবে কোন কোন ক্ষেত্রে স্নায়ু রোগ যেমন গূলীয়াণ বারী সিন্ড্রোম , গর্ভ পতি মায়েদের ক্ষেত্রে সন্তান জন্মদানে নানা ধরণের জটিলতা হতে পারে তাছাড়া জন্মগত অসুখ নিয়ে শিশু জন্মগ্রহণ করতে পারে। এ সমস্ত বিপদের কথা চিন্তা করেই ভাইরাস আক্রান্ত দেশ গুলোতে বিদেশ ভ্রমণ কারীদের জন্যে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।পাশাপশী এ রোগের পরীক্ষা- নিরীক্ষা, চিকিৎসা ও প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করেছে সি ডি সি (Centre for Disease Control) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ।

জিকা ভাইরাসের নামকরণ যেভাবে করা হলঃ ১৯৪৭ সালে আফ্রিকার উগান্ডায় জিকা নামক বনে এই ভাইরাস সর্ব প্রথম সনাক্ত করা হয় সেই থেকে এটার নামকরণ করা হল “জিকা ভাইরাস” যা মশার মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায়।

পৃথিবীর যে সমস্ত এলাকায় জিকা ভাইরাস বেশীঃ প্রথম দিকে আফ্রিকায় জিকা ভাইরাস বেশী হলেও এখন তা ছড়িয়ে পড়েছে বিভিন্ন অঞ্চলে, দক্ষিন ও মধ্য আমেরিকায় জিকা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে পারে বলে মনে করছেন চিকিৎসা বিজ্ঞানীরা । তবে দক্ষিন এশিয়ার দেশ সমুহ এমনকি বাংলাদেশ ও এর বাইরে নয়। ইতিমধ্যে বাংলাদেশে জিকা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে।

জিকা ভাইরাস কি এবং কিভাবে ছড়ায়? জিকা ভাইরাস এক ধরনের আর এন এ গ্রুপের ফ্লাভিভাইরেডি পরিবারের সদস্য যা ডেঙ্গু ভাইরাসের মত মশার মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায়, তবে জিকা ভাইরাস অসতর্ক যৌন মিলনের মাধ্যমেও ছড়াতে পারে।

রোগের লক্ষন ও জটিলতাঃ সাধারনত এ রোগে আক্রান্ত হলে রোগী প্রথমে জ্বর, মাথা ব্যাথা , অস্থিমজ্যায় ব্যাথা সহ নানারকম লক্ষন নিয়ে ডাক্তারের নিকট আসতে পারে। তবে কোন কোন ক্ষেত্রে চোখে ও ত্বকে রক্তক্ষরণ ,গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অস্বাভাবিক সন্তান যেমন মস্তিষ্কে জন্মগত অসুখ নিয়ে শিশুর জন্ম হতে পারে। তবে এ ধরনের জটিলতা খুব কম ক্ষেত্রেই দেখা দেয়। সাধারনত এ রোগে আক্রান্ত ব্যাক্তি কোন প্রকার চিকিৎসা ছাড়াই ৭ থেকে ১০ দিন বিশ্রাম নিলে রোগের উপসর্গ থেকে মুক্তি লাভ সম্ভব হয়ে যায়।

যে ভাবে এ রোগের চিকিৎসা ও প্রতিরোধ করতে হবেঃ এ রোগে আক্রান্ত ব্যাক্তির জন্য সুনিদ্রিষট চিকিৎসা না থাকলেও নিয়মিত বিশ্রাম ও প্রচুর পরিমানে পানি জাতীয় খাবার খেলে এই রোগ থেকে মুক্তিলাভ করা যায়। তবে খেয়াল রাখতে হবে যে জিকা ভাইরাসের সাথে সাথে যদি অন্যান্য ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হলে অবশ্যই তার চিকিৎসা করাতে হবে। তবে সকল ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ জরুরি। এখনও পর্যন্ত জিকা ভাইরাসের বিরুদ্ধে কোন প্রকার ভ্যাকসিন না থাকলেও চিকিৎসা বিজ্ঞানীরা বসে নেই। যেহেতু সাধারণত দিনের বেলায় মশার আক্রমনে এ ভাইরাসের সংক্রামণ হয় শে কারণে দিনের বেলাতে ও মশারি ব্যাবহার করলে জিকা ভাইরাসের সংক্রামণ অনেকাংশেই কমানো সম্ভব। জিকা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তির সাথে যৌন মিলনে সাবধানতা অবলম্বন করা জরুরি।

বাংলাদেশে এ পর্যন্ত মাত্র একজন রোগীর নমুনায় জিকা ভাইরাসের অস্তিত্ত পাওয়া গেলেও খুব বেশী ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নেই। দরকার হল গন সচেতনতার, সুতরাং নিজে সচেতন হউন এবং অপরকে ও জানান। মনে রাখতে হবে সকলে মিলে গণসচেতনতা বাড়াতে পারলে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে এ ধরনের দুর্যোগ মোকাবেলা করা সম্ভব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন