News71.com
 Health
 03 May 16, 10:00 AM
 1149           
 0
 03 May 16, 10:00 AM

স্তন ক্যান্সারের কারন ও প্রতিরোধে বিজ্ঞানীদের নতুন আবিষ্কার ।।

স্তন ক্যান্সারের কারন ও প্রতিরোধে বিজ্ঞানীদের নতুন আবিষ্কার ।।

নিউজ ডেস্কঃ নারীদের স্তন ক্যান্সার রোগ হওয়ার পেছনে যে ‘জেনেটিক ক্রিয়াটি’ কাজ করে তার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এতে স্তন ক্যান্সার প্রতিরোধে নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করা যাবে।

‘পাবলিশ্ড ইন ন্যাচার’ নামে এক গবেষণায় বিজ্ঞানীদের এই আবিষ্কারকে ‘মাইলফলক’ মুহুর্ত হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এই বৃহত্তম গবেষণাটি দেখিয়েছে কিভাবে নারীদের স্তনের সুস্থ টিস্যুগুলোকে নষ্ট করে ওই ‘জেনেটিক ক্রিয়া’টি।

ক্যান্সার রিসার্চ ইউকে বলছে, এই গবেষণা থেকে যা পাওয়া গেছে তাতে স্তন ক্যান্সার রোগ প্রতিরোধে নতুন পথ্য তৈরি সম্ভব হবে। এই রোগটি নিরাময় করা যাবে। দুরারোগ্য এই রোগটি কিভাবে সংগঠিত হচ্ছে তার কারণ জানতে বিজ্ঞানীদের মূলত মানুষের শরীরে কোন টিস্যুগুলো অনুঘটক হিসাবে কাজ করে সেটা জানতে হবে।

গবেষণা কাজটি সম্পন্ন করতে আন্তর্জাতিক এক বিশাল টিম কাজ করেছে। তারা মানুষের তিন বিলিয়ন জেনেটিক কোডের উপরে কাজ করেছেন। গবেষণাটির ফলে নতুন মাইলফলক অর্জন করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। এতে করে স্তন ক্যান্সার নিরাময়ে নতুন উপযোগ সৃষ্টি করবে বিজ্ঞানীরা এমনটাই আশা করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন