স্পোর্টস ডেস্কঃ প্রথম সাড়া না দিলেও সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি লিগে খেলতে সাকিব আল হাসানকে অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এক্ষেত্রে সাকিবকে পুরোপুরি ফিট থাকতে হবে। যদি না থাকেন তাহলে এনওসি (অনাপত্তিপত্র) নিয়েও খেলতে পারবেন না।
এর আগে, টি-টোয়েন্টি এক্স টুর্নামেন্টে খেলার জন্য আগামী ২৩ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত বোর্ডের এনওসি চান সাকিব। তার ইনজুরির কথা চিন্তা করে প্রাথমিকভাবে তাতে ইতিবাচক সাড়া দেয়নি বিসিবি। তবে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে এসে খেলার অনুমিত দিল বোর্ড। এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের ব্যাখ্যা, সাকিব সেখানে যেতে পারে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে আমরা চাইছি, সে কোনো একটা টুর্নামেন্ট খেলুক। যাতে নিজেকে ঝালাই করে দেখতে পারে। তার ব্যথা অনুভব হচ্ছে কি না। এই বিষয়টা বিবেচনা করেই তাকে খেলার অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।