স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ সেমিফাইনালের প্রতিশোধ নিল ইংল্যান্ড। চলতি বছর রাশিয়ার মাঠে বিশ্বকাপ সেমিতে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। ঘরের মাঠে ওয়েম্বলিতে রবিবার কিন্তু তারই মধুর প্রতিশোধ নিল ব্রিটিশরা। পিছিয়ে পড়েও তারা হারাল ক্রোয়েশিয়াকে। যার ফলে উয়েফা নেশনস লিগের সেমিতে পৌঁছে গেল তারা। ঘরের মাঠে সারা ম্যাচে সিংহভাগ আক্রমণই ছিল ব্রিটিশদের। তবে প্রথমার্ধে সুযোগ তৈরি হলেও গোলের মুখ কিন্তু খুলতে ব্যর্থ হয় তারা।
অন্যদিকে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া চাপে থাকলেও বিরতিতে গোল হজম না করে মাঠ ছাড়ে। সেমিতে যাওয়ার জন্য এই ম্যাচে জয় দরকার ছিল বিশ্বকাপ রানার্সদের। ফলে দ্বিতীয়ার্ধে কিছুটা খোলস ছেড়ে বেরিয়ে আসে তারা। যার ফল ৫৭ মিনিটে ক্রামারিচের গোলে এগিয়ে যায় তারা। অবশ্য পিছিয়ে পড়েও ঘরের মাঠে ওয়েম্বলিতে চাপ বাড়াতে থাকে ইংল্যান্ড। যার ফল ৭৮ মিনিটে পরিবর্ত লিঙ্গার্ডের গোলে সমতা ফেরায় তারা। সেমিতে পৌঁছোতে জয় দরকার ছিল ইংল্যান্ডেরও। চাপ রাখার ফল অবশেষে পেয়ে যায় তারা। ৮৫ মিনিটে দলের হয়ে জয়সূচক গোল হ্যারি কেনের। বিশ্বকাপে কলোম্বিয়া ম্যাচের পর এই প্রথম দেশের জার্সিতে গোল পেলেন হ্যারি কেন।