News71.com
 Health
 14 Mar 19, 07:25 AM
 937           
 0
 14 Mar 19, 07:25 AM

দূষণের কারনেও ডায়াবেটিস হতে পারে॥জানালো চীনা গবেষণা

দূষণের কারনেও ডায়াবেটিস হতে পারে॥জানালো চীনা গবেষণা

নিউজ ডেস্কঃ অস্বাস্থ্যকর খাবার থেকে ওবেসিটি, রাতজাগা থেকে মানসিক উদ্বেগ, এমন অনেক কারণকেই ডায়াবেটিসের জন্য দায়ী করে থাকেন চিকিত্সকরা। কিন্তু কখনোই দূষণের কথা বলেন না। এর আগে কোথাও, কোনো জার্নালে বা গবেষণায় ডায়াবেটিসের জন্য দূষণকে কাঠগড়ায় তোলা হয়নি। ফলে দূষণের সঙ্গে রক্তশর্করার সম্পর্ক অজানই ছিল এতদিন। সম্প্রতি চীনা গবেষকরা দাবি করেন, ডায়াবেটিসের সঙ্গে দূষণের সম্পর্ক রয়েছে। ৮৮ হাজার চিনা যুবক-যুবতীর উপর গবেষণা চালিয়ে তারা এই সিদ্ধান্তে আসেন। তাঁরা বলছেন, বায়ুতে দূষণসৃষ্টিকারী PM2.5-এর মাত্রা যত বাড়বে, ডায়াবেটিসের ঝুঁকিও সেই হারে বাড়বে। অর্থাত্ বায়ুদূষণ যেখানে যত বেশি, সেখানে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যাও বেশি।

২০০৪ থেকে ২০১৭ পর্যন্ত এই সমীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে গবেষক দলটি। বেজিংয়ের ফুয়াই হাসপাতালের বিশেষজ্ঞদের সঙ্গে এই গবেষণায় শামিল হয়েছিলেন আমেরিকার এমোরি ইউনিভার্সিটির একটি দলও। গবেষকরা আশাবাদী, তাদের এই গবেষণা ভবিষ্যতে ডায়াবেটিস নিয়ন্ত্রণের রূপ রেখা তৈরিতে সাহায্করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন