News71.com
 Health
 17 Mar 19, 02:06 PM
 897           
 0
 17 Mar 19, 02:06 PM

ব্যায়াম এবং ডায়েট ছাড়া ওজন কমানোর জাপানি পদ্ধতি॥  

ব্যায়াম এবং ডায়েট ছাড়া ওজন কমানোর জাপানি পদ্ধতি॥   

আন্তর্জাতিক ডেস্ক: ওজন কমিয়ে ফিট থাকতে চান সবাই। কিন্তু ব্যায়াম কিংবা ডায়েট করতে চান না কেউ। তাহলে কি ওজন কমানো সম্ভব? অবশ্যই সম্ভব। সেজন্য অনুসরণ করতে হবে একটি জাপানি পদ্ধতি। ‘জাপানিজ লং ব্রেথ ডায়েট’ অনুসরণ করলে সহজেই ওজন কমানো সম্ভব। পদ্ধতিটিকে ডায়েট বলা হলেও খাবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। পুরো বিষয়টিই আসলে নিঃশ্বাসের ব্যায়াম। তিন সেকেন্ড শ্বাস নিয়ে সাত সেকেন্ড প্রশ্বাসের মাধ্যমে বাতাস বের করে দিতে হবে। আর দিনে মাত্র দুইবার করতে হবে এই কাজ।নিঃশ্বাসের মাধ্যমে যখন অক্সিজেন গ্রহণ করা হয় তখন ফ্যাট সেলগুলোর সাথে অক্সিজেন যুক্ত হয়ে যায় এবং সেগুলোকে ভেঙ্গে কার্বন এবং পানিতে পরিণত করে। ফলে প্রশ্বাসের সঙ্গে কার্বনডাইঅক্সাইড নির্গত হয়। যত অক্সিজেন গ্রহণ করা হবে, ততো ক্যালরি পুড়বে প্রশ্বাসের সময়। এই পদ্ধতি শুধু ওজন কমায় তা নয়, বরং শরীরের মাংসপেশিকে শক্তিশালী করে এবং মেটাবোলিজম বাড়ায়।

২০১৪ সালে প্রকাশিত ব্রিটিশ মেডিক্যাল জার্নালের একটি গবেষণায় দেখা গেছে যে এই পদ্ধতি দিনে প্রায় আধা পাউন্ড ফ্যাট কমিয়ে ফেলতে পারে।জাপানি অভিনেতা মিকি ইওসুকি জানিয়েছেন এই ব্যায়ামের মাধ্যমে তিনি ৩০ পাউন্ড ওজন কমিয়েছেন এবং তার কোমর থেকে পাঁচ ইঞ্চি মেদ কমে গেছে মাত্র কয়েক সপ্তাহেই।তবে তার মানে এই নয় যে খুব করে খাওয়া-দাওয়া করে এবং হাটা-চলা ছেড়ে দিয়ে শুধু শুয়ে-বসে এই ব্যায়াম করলেই শুকিয়ে যাবেন। তবে পরিমিত খাওয়া এবং নিয়মিত কায়িক শ্রমের পাশাপাশি এই পদ্ধতি অনুসরণ করলে দ্রুত মেদ ঝরে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন