হেলথ ডেস্কঃ সম্প্রতি এক গবেষণায় দাবি করা হয়েছে, পুরুষদের মূত্রথলি বা প্রস্টেটের ক্যানসার ঠেকাতে পারে কফি। গবেষকদের মতে, কফির মধ্যে এমন দু'টি যৌগ বা কমপাউন্ড রয়েছে, যারা প্রস্টেট ক্যানসারের কোষকে দ্রুত বাড়তে দেয় না। যে কারণে পুরুষদের তারা কফি খেতে উত্সাহিত করছেন। যদিও গোটা গবেষণাটাই এখন প্রাথমিক স্তরে রয়েছে। এ নিয়ে গবেষণার বিশদ কিছু তারা প্রকাশ করেননি।তারা আরও জানিয়েছেন, বিশ্বের অন্যতম জনপ্রিয় এই পানীয়তে এক হাজারেরও বেশি অনুদ্বায়ী রাসায়নিক যৌগ রয়েছে।মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানাচ্ছে, গোটা বিশ্বে পুরুষরা সব থেকে বেশি মারা যান প্রস্টেটের ক্যানাসারে। যদি কফিতে থাকা রাসায়নিক যৌগ সত্যিই মূত্রথলির ক্যানসার ঠেকাতে পারে, এর থেকে ভালো আর কিছু হয় না। এ নিয়ে আরও বিশদ গবেষণার প্রয়োজন রয়েছে।