স্বাস্থ্য ডেস্কঃ প্রাথমিক অবস্থায় রোগ শনাক্ত করা সম্ভব হলে ক্যান্সারে আক্রান্ত রোগীর আর্থিক ক্ষতি ও মৃত্যুর হার কমানো সম্ভব। আর ক্যান্সারকে পরাজিত করার জন্য চিকিৎসক এবং রোগীর আত্মবিশ্বাসের ওপরও জোর দিয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এক আলোচনা সভায় দুই দেশের চিকিৎসকরা এসব কথা বলেছেন। বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, প্রফেসর ডা. ওবায়দুল্লাহ-ফেরদৌসী ফাউন্ডেশন ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, গোপালগঞ্জ ও কলকাতার অ্যাপোলো গ্লেনেগেলস হাসপাতালের যৌথ উদ্যোগে বাংলাদেশ ক্যান্সার সোসাইটিতে এটি অনুষ্ঠিত হয়।