News71.com
 Health
 29 Sep 19, 11:22 PM
 834           
 0
 29 Sep 19, 11:22 PM

রক্তস্বল্পতা রোধে করনীয় ।।

রক্তস্বল্পতা রোধে করনীয় ।।

হেলথ ডেস্কঃ আমাদের দেশে যেটি হয়ে থাকে যে রক্তশূন্যতা দেখলেই, প্রথম সহজ সমাধান হলো, তাকে রক্ত দিয়ে দেওয়া। এটা খুব বেশি হয়। আমাদের দেশে অধিকাংশ রক্তদান অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় হয়। রক্তের হিমোগ্লোবিন যদি সাত পর্যন্ত থাকে, তাহলে কিন্তু রক্ত না দিলেও চলে। এমনকি সাত থেকে আট হিমোগ্লোবিন নিয়েও একজন রোগীর প্রসব পর্যন্ত করা যেতে পারে। হিমোগ্লোবিন দেখে আগে পর্যবেক্ষণ করতে হবে, রক্তস্বল্পতার কারণ কী। যদি আয়রনের ঘাটতির কারণে রক্তস্বল্পতা হয়, তাহলে আয়রন দিয়ে সেটি পূরণ করতে হবে। এক মাস আয়রন থেরাপি দিলেই দেখবেন, তার হিমোগ্লোবিন দুই থেকে তিন বেড়ে গেছে। এটি খুব জটিল প্রক্রিয়া এবং খুব ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া। সবসময় রক্ত সঞ্চালন হলো জীবন বাঁচানোর অবস্থা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন