News71.com
 Health
 17 Oct 19, 07:12 PM
 953           
 0
 17 Oct 19, 07:12 PM

ঠান্ডায় শিশুর সর্দিতে নাক বন্ধে যা করবেন ।।

ঠান্ডায় শিশুর সর্দিতে নাক বন্ধে যা করবেন ।।

হেলথ ডেস্কঃ শিশুর সর্দি-কাশি রয়েছে, নাক দিয়ে পানি পড়ছে! অত বেশি বিচলিত হওয়ার দরকার নেই। ঘরেই আপনি এই সমস্যার সমাধানটি পেয়ে যাবেন। বাজারে কিছু স্যালাইন পাওয়া যায় নরমাল স্যালাইন অথবা হাইপারটনিক স্যালাইন। যেটা তিন ভাগ সোডিয়াম ক্লোরাইড, সেটি কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। এটি দিয়ে আপনি নাক পরিষ্কার করতে পারেন। নাকে দেয়ার পরামর্শ হলো- প্রথমে এক নাকে এক ফোঁটা দুই ফোঁটা স্যালাইন দিয়ে সেটি পরিষ্কার করুন। এরপর ১০ থেকে ১৫ মিনিট পর আরেক নাকে দুই ফোঁটা স্যালাইনের পানি দিন। এরপর দেখেবেন শিশু দুই নাক দিয়েই নিশ্বাস নিতে পারছে। এর পাশাপাশি শিশুকে হালকা কুসুম গরম পানি দিয়ে নিয়মিত গোসল করাতে হবে। সঙ্গে একটু লেবুর রস হালকা কুসুম গরম পানি দিয়ে খেতে দিলেন। অথবা তুলসি পাতার রস খাওয়াতে পারেন যদি বাচ্চার বয়স ছয় মাসের ওপরে হয়। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ভাইরাসজনিত ব্রঙ্কিওলাইটিস হলে এটি দ্রুত ভালো হয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন