উওম অর্নব : এক জনসংখ্যা সমিক্ষায় দেখাগেছে প্রতিবছর শুধু ক্যানসার আক্রান্ত হয়ে পৃথিবীতে ৭০ লক্ষ মানুষের মৃত্যু হয়৷ আর নতুন করে আক্রান্ত হন ১ কোটি ২০ লক্ষের মত মানুষ ৷ এই ভয়ঙ্কর ভবিষ্যতের কথা চিন্তা করেই গত বৃহস্পতিবার কলকাতায় উদযাপিত হল 'বিশ্ব ক্যানসার দিবস'৷ বিশেষজ্ঞদের মতে, ক্যানসার আক্রান্তের সংখ্যা এই হারে বাড়তে থাকলে ২০২০ সালের মধ্যে এটি মহামারীর রূপ ধারণ করবে। তখন এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যেখানে ক্যানসার রোগী নেই৷
বিশ্ব ক্যানসার দিবসে পদযাত্রা, আলোচনাসভা-সহ নানা কর্মসূচির মাধ্যমে সচেতন করা হল কলকাতা শহরের মানুষকে। শহরের বাইপাস লাগোয়া 'অ্যাপোলো গ্লেনাগেলস হাসপাতাল' থেকে ঠাকুরপুকুরের 'সরোজ গুপ্ত ক্যানসার সেণ্টার ও রিসার্চ ইনস্টিটিউট', হাজরার চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল থেকে 'ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ হাসপাতাল' সর্বত্রই নেওয়া হল লড়াইয়ের শপথ৷ এবারের ক্যানসার দিবসের অনুষ্ঠানের মুল থিম 'ইউ ক্যান, আই ক্যান'৷
এ্যাপোলো হাসপাতালের সিইও ডা. রূপালি বসু জানান, 'ক্যানসার মানেই মৃত্যু নয়৷ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে বেশিরভাগ ক্যানসার রোগীকেই অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি ও ওষুধের সাহায্যে পরিপূর্ন রূপে সারিয়ে তোলা যায়৷ তবে ক্যানসারের বিরুদ্ধে লড়াই তখনই সফল হবে যখন আমরা সবাই এগিয়ে আসব৷ ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াব৷'
উল্লেখ্য ক্যানসার দিবস পালন উপলক্ষে কলকাতা এ্যপোলোর পাশাপাশি কলকাতার সরোজ গুপ্ত ক্যানসার হাসপাতাল এবং ক্যালকাটা হোমিওপ্যাথি কলেজ'-ও অনুষ্ঠানের আয়োজন করে৷