স্পোর্টস ডেস্কঃ মাঠে ফুটবল ফেরানোর প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। প্রথমে শুরু হবে সুপার লিগা। এরপর পর্যায়ক্রমে অন্যান্য কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। আজ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এদিকে, ক্লাব ফুটবল ফেরানোর ইঙ্গিত দিলেও, কবে থেকে জাতীয় দলের কার্যক্রম শুরু হবে সে বিষয়ে আর্জেন্টিনা ফিফার দিকে তাকিয়ে বলে জানান সরকার প্রধান। করোনার চোখ রাঙ্গানী উপেক্ষা করে মাঠে ফিরছে ফুটবল। সবার আগে সাহস দেখিয়েছে জার্মান বুন্দেস লিগা। প্রিমেরার লিগ শুরু করার প্রহর গুনছে স্পেন। তাছাড়া ইউরোপের আরো বেশ কিছু দেশ সিদ্ধান্ত নিয়েছে লিগ শুরু করার। এবার সে পথে হাটছে ল্যাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। ইতোমধ্যেই তাদের পাশ্ববর্তী দেশ ব্রাজিলের কয়েকটি ক্লাব শুরু করে দিয়েছে অনুশীলন। যা অনুপ্রানীত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে। তবে এখনই লিগ শুরু কিংবা অনুশীলনের অনুমতি দিতে নারাজ দেশটির প্রশাসন। দেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে সিদ্ধান্ত নেয়ার ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনা প্রেসিডেন্ট। আলবার্তো ফার্নান্দেস বলেন, আমি মাত্রই স্পেন প্রধানমন্ত্রীর ঘোষণা শুনলাম। তারা লা লিগা শুরু করার ঘোষণা দিয়েছে। আমি ওনাকে ফোন করবো। কোন প্রক্রিয়ায় তারা এগিয়েছে সেটা জানতে চাইবো। কারন আর্জেন্টিনায় লিগ শুরু করতে সবাই আমাকে অনুরোধ করছে। কিন্তু বিষয়টা এত সহয নয়। আগে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করতে হবে। তারপর একটা সিদ্ধান্তে যাবো। তবে বুয়েন্স আয়ার্সে সম্ভব হবে না বলে মনে হচ্ছে। আমরা চেষ্টা করবো রাজধানীর বাইরে খেলা আয়োজন করতে।