স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট ইতিহাসে প্রথম 'করোনা বদলি' ক্রিকেটার হলেন বেন লিস্টার। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট প্লাংকেট শিল্ডে এ ইতিহাস গড়লেন তিনি।মঙ্গলবার (২০ অক্টোবর) আসরের চারদিনের ম্যাচে ওটাগোর বিপক্ষে মাঠে নামে অকল্যান্ড। দলের অলরাউন্ডার মার্ক চাপম্যান অসুস্থ থাকা সত্ত্বেও তাকে দলে রাখা হয়। পরে তাকে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার ফল না আসায় ম্যাচের জন্য চাপম্যানের বদলে করোনা বদলি হিসেবে বাঁহাতি পেসার বেন লিস্টারকে নেয়া হয়। আর মাঠে নেমেই প্রথম করোনা বদলি ক্রিকেটার হয়ে ইতিহাসে নাম লিখালেন লিস্টার।গত জুনে করোনা বদলির নিয়ম চালু করেআইসিসি। ম্যাচ শুরুর আগে কিংবা ম্যাচ চলাকালীন সময়ে কোনো খেলোয়াড়ের মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে ঠিক সেই সময়েই একজন বদলি ক্রিকেটার মাঠে নামানো যাবে।