News71.com
 Health
 19 Jun 16, 04:01 PM
 1211           
 0
 19 Jun 16, 04:01 PM

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় বাধা নারীদের ধূমপান........

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় বাধা নারীদের ধূমপান........

হেলথ ডেস্ক: নতুন এক গবেষণায় বলা হয়েছে, স্তন ক্যান্সারের সাধারণ চিকিৎসাব্যবস্থায় ভেস্তে যেতে পারে ধূমপানের কারণে। বিশেষ করে ধূমপায়ী নারীদের এই প্রাণঘাতী রোগ আরো বেশি ঝুঁকির মুখে পড়তে পারে। সুইডেনের এ গবেষণায় ১০১৬ জন অংশগ্রহণ করেন। তাদের সবারই স্তন ক্যান্সার ধরা পড়ে ২০০২-২০১২ সালের মধ্যে। তারা যখন সার্জারির প্রস্তুতি নেন, তখন তাদের জিজ্ঞাসার করা হয় ধূমপানের অভ্যাস আছে কিনা। এদের প্রতি ৫ জনের মধ্যে একজনের ধূমপানের অভ্যাস আছে। তারা নিয়মিত কিংবা শৌখিন ধূমপায়ী।

পরীক্ষায় দেখা গেছে, একই ধরনের চিকিৎসা নিয়েও যারা ধূমপানে অভ্যস্ত, তাদের সুস্থ না হওয়ার সম্ভাবনা অন্যদের চেয়ে ৩ গুন বেশি থাকে। এ তথ্য জানান লান্ড ইউনিভার্সিটির গবেষক হেলেনা জার্নস্ট্রম। জানান, ধূমপায়ী নারীদের মৃত্যুঝুঁকিও অন্যদের তুলনায় বেশি থাকে। ধূমপানের কারণে অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার ঘটনাও বেশি। সার্জারির পর এসব রোগীদের ধূমপানের অভ্যাসের ওপর ভিত্তি করে বিশেষ চিকিৎসাব্যবস্থাও গ্রহণ করা হয়। তবে যারা ধূমপায়ী, স্তন চিকিৎসায় তাদের আরো বেশি চিকিৎসা গ্রহণ প্রয়োজন বলে জানান তারা। ব্রিটিশ জার্নাল অব ক্যান্সারে প্রকাশিত হয় এই গবেষণাপত্রটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন