News71.com
 Health
 24 Dec 20, 02:19 PM
 675           
 0
 24 Dec 20, 02:19 PM

মা আক্রান্ত হলেও গর্ভের সন্তানের করোনা আক্রান্তের ‘শঙ্কা কম’॥  

মা আক্রান্ত হলেও গর্ভের সন্তানের করোনা আক্রান্তের ‘শঙ্কা কম’॥   

হেলথ ডেস্কঃ মা করোনাভাইরাসে আক্রান্ত হলেও গর্ভের সন্তানের করোনাভাইরাস পজিটিভ হওয়ার আশংকা কম বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। চলতি বছরে বোস্টনের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ১২৭জন নারীর ওপর জরিপ চালিয়ে গবেষণাটি করা হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথের অর্থায়নে করা গবেষণাটি মঙ্গলবার প্রকাশিত হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া গর্ভবতী নারীদের মধ্যে ৬৪ জনের করোনাভাইরাস পজিটিভ ছিলেন। তাদের গর্ভে জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে কারও করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন