News71.com
 Health
 20 Jun 16, 10:58 AM
 1182           
 0
 20 Jun 16, 10:58 AM

মোটা কোমরের পুরুষের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বেশি -

মোটা কোমরের পুরুষের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বেশি -

নিউজ ডেস্কঃ কোমরের মাপ যদি বড় হয় তাহলে পুরুষের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। এই রোগের ওপর পরিচালিত এক এমন তথ্য উঠে এসেছে। ইউরোপের ৮টি দেশের প্রায় দেড় লাখ পুরুষের ওপর গবেষণাটি পরিচালনা করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। গবেষণায় অংশ নেয়াদের বয়স ৫০ এর মধ্যে।

গবেষকরা বলছেন, ৩৩ ইঞ্চি কোমরের পুরুষের তুলনায় ৩৭ ইঞ্চি কোমরের পুরুষের প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি ১৩ শতাংশ বেশি। প্রস্টেট হল একটি সুপারির মতো মাংস পিণ্ড, যা পুরুষের মূত্রথলির গ্রিবার নিচে মূত্রনালিকে ঘিরে থাকে। এর প্রধান কাজ বীর্যের তরল অংশ তৈরি করে শুক্রাণুর খাদ্যের জোগান দেওয়া। কিন্তু এই গ্রন্থি বৃ্দ্ধি পেলেই বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে থাকে মানুষ।এর মধ্যে কোমর ৩৭ইঞ্চি হলেই ক্যান্সারের ঝুঁকি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন