নিউজ ডেস্কঃ সাড়া বিশ্বে কোভিডের সংক্রমণের মধ্যেই উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলে নতুন এক অজানা সংক্রামক রোগের প্রাদুর্ভাব ঘটেছে।করোনা মহামারির মাঝেই উত্তর কোরিয়ায় অন্ত্রের এক নতুন ও অজানা রোগ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) দেশটির একটি কৃষি অঞ্চলে অন্ত্রের অজ্ঞাত রোগের এই প্রাদুর্ভাব শনাক্ত হয়।
সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বুধবার (১৫ জুন) পশ্চিমের বন্দর নগরী হায়েজুতে চিকিৎসক দল পাঠিয়েছেন। তারা সেখানে ‘তীব্র অন্ত্রের মহামারি’তে (একিউট এন্টেরিক এপিডেমিক) আক্রান্ত রোগীদের চিকিৎসা দেবেন। দীর্ঘস্থায়ী খাদ্য সংকট এবং কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে লড়াইরত বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটির ওপর নতুন এই রোগ আরও চাপ সৃষ্টি করবে।
খবর: রয়টার্স