নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস (কোভিড) নিয়ে ভারতের সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বেগ ক্রমশ বেড়েই চলছে। প্রতিটি রাজ্যেই ফের বাড়ছে করোনা সংক্রমণের হার। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে একজন করোনা শনাক্ত রোগীর দেহে পাওয়া গেল ওমিক্রনের (বিএ.১ এবং বিএ.২) দুই উপ-প্রজাতি।এমনটাই জানিয়েছে রাজ্যটির কল্যানীতে অবস্থিত এনআইবিএমজি অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্স। জিনোম সিকোয়েন্সিংয়ে এটি শনাক্ত হয়েছে।সংস্থার ডিরেক্টর যদিও স্বাস্থ্য দফতরকে জানিয়েছেন, এখনই চিন্তার কিছু নেই। এ ধরনের একাধিক ভ্যারিয়েন্ট নানা রাজ্যে ছড়িয়ে পড়েছে। এর কারণে হাসপাতালে ভর্তি বেড়েছে বা মৃত্যু হয়েছে এমন কোনও ঘটনা এখনও ঘটেনি।
তবে পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। রোববার (১৯ জুন) সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩৬২ জন এবং একজনের মৃত্যু হয়েছে। অপরদিকে, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৯৯ জন। এর মধ্যে মহারাষ্ট্রেই আক্রান্ত ৪ হাজারের বেশি। পাশাপাশি রাজধানী নয়াদিল্লির অবস্থাও বেশ উদ্বেগের। সেখানে গত ১০ দিনে ৭ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।