News71.com
 Health
 26 Jun 22, 11:02 AM
 1300           
 0
 26 Jun 22, 11:02 AM

কক্সবাজারে চিকিৎসকসহ একদিনে করোনা আক্রান্ত ২১।।

কক্সবাজারে চিকিৎসকসহ একদিনে করোনা আক্রান্ত ২১।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারে শনিবার (২৫) ২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘণ্টায় কক্সবাজার সদর হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন টেস্ট ও কমেক পিসিআর ল্যাবে দেওয়া ১৯৩টি নমুনা বিপরীতে ২১ জন করোনা আক্রান্ত হয়। আক্রান্তের হার ১০ দশমিক ৫৬ শতাংশ।এ নিয়ে গত ১০ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬১ জনে যেখানে চিকিৎসক আক্রান্ত হলো ১৫ জন যাদের মধ্যে কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক ১৩ জন এবং মেডিক্যাল শিক্ষার্থী ১৪ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন