News71.com
 Health
 26 Jun 22, 10:22 PM
 1225           
 0
 26 Jun 22, 10:22 PM

বিনামূল্যে কলেরার টিকা পাবে ২৪ লাখ মানুষ।। স্বাস্থ্যমন্ত্রী

বিনামূল্যে কলেরার টিকা পাবে ২৪ লাখ মানুষ।। স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিনামূল্যে ২৪ লাখ মানুষকে কলেরার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে টিকা কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এই কর্মসূচি চলবে ২ থেকে ১২ জুলাই পর্যন্ত।  রোববার (২৬ জুন) রাজধানীর আইসিডিডিআর,বির সাদাকাওয়া মিলনায়তনে দেশের ইতিহাসে সবচেয়ে বড় কলেরা টিকাদান এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।  গর্ভবর্তী নারী এবং যারা বিগত ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নিয়েছে ও এক বছর বয়সের বেশি সবাই ওই টিকা নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, ঢাকায় প্রথমবারের মতো মুখে খাওয়া ভ্যাকসিন দিচ্ছি। পোলিও-টিটেনাস নির্মূল হয়েছে, কলেরাও হবে। প্রতিটি জেলা হাসপাতালে একটি ডায়রিয়া-কলেরা ইউনিট করার উদ্যোগ নেওয়া হবে।  দেশে ১শ কোটি টাকা গবেষণাখাতে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু মেডিক্যাল ও আইসিসিডিডিআর'বিতে এখন গবেষণা হচ্ছে। গবেষণার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।  কলেরার টিকা আবিষ্কারে ড. কাদরী দারুণ কাজ করেছেন জানিয়ে তাকে এ সময় অভিনন্দিত করেন মন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন