News71.com
 Health
 06 Sep 22, 10:02 PM
 363           
 0
 06 Sep 22, 10:02 PM

ভবিষ্যত মহামারি মোকাবিলায় সচেতনতা বাড়াতে হবে।।স্বাস্থ্যমন্ত্রী

ভবিষ্যত মহামারি মোকাবিলায় সচেতনতা বাড়াতে হবে।।স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ ভবিষ্যত মহামারি মোকাবিলায় বিশ্ব প্রতিনিধিদের সচেতনতা বাড়াতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) থেকে পাঁচ দিনব্যাপি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সভা সাউথ ইস্ট এশিয়ান রিজিওনাল অর্গানাইজেশন (এসইএআরও) ভুটানের পারো শহরে শুরু হয়েছে।

এ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এসইএআরও ভুক্ত দেশগুলো ভবিষ্যতে মহামারি মোকাবিলা, কোভিড পরিস্থিতি পর্যালোচনা, সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থাপনাসহ অসংক্রামক ব্যাধি মোকাবিলার কৌশল নির্ধারণসহ সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে একযোগে কাজ করার কৌশল নির্ধারণ করবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে সভার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। সভায় এসইএআরও ভুক্ত ১০টি দেশের স্বাস্থ্যমন্ত্রীদের মধ্যে আটটি দেশের স্বাস্থ্যমন্ত্রী এ সভায় অংশ গ্রহণ করেছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সভায় ১ম দিনের কার্যক্রমে অংশ নিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন