News71.com
 Health
 21 Sep 22, 04:31 PM
 1705           
 0
 21 Sep 22, 04:31 PM

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু।।ভর্তি ২৫

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু।।ভর্তি ২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) হঠাৎ করেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাকিবুল ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া বর্তমানে আরও ২৫ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগের দিন এই সংখ্যা ছিল ১৯ জন। অর্থাৎ ২৪ ঘণ্টায় রোগী বেড়েছে ৬ জন।  রামেক হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) প্রধান সহকারী অধ্যাপক ডা. আবু হেনা মোস্তফা কামাল জানান, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। রাকিবুল পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করতেন। ডেঙ্গুর কারণে মাত্রাতিরিক্ত জ্বরসহ কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর বিকেলে রাকিবুল ইসলামকে রামেক হাসপাতালে ভর্তি হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন দুপুর ২টার দিকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন