নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১১ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৮ হাজার ৮৭৩ জন।সোমবার (২৬ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৩টি নমুনা পরীক্ষা করে ২ জনের, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২টি নমুনা পরীক্ষায় ১ জনের, চট্টগ্রাম মেডিক্যাল সেন্টারে ২টি নমুনা পরীক্ষায় ২ জন, ইপিক হেলথ কেয়ারে ৮টি নমুনা পরীক্ষায় ১ জন, এভারকেয়ার হাসপাতালে ৫টি নমুনা পরীক্ষায় ১ জনের এবং অ্যান্টিজেন টেস্টে ৩টি নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।অন্যদিকে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৪টি, ইম্পেরিয়াল হাসপাতালে ১৫টি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪টি, মেট্রোপলিটন হাসপাতালে ৫টি, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ২১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারো শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়নি।