News71.com
 Health
 14 Jul 16, 05:32 PM
 1077           
 0
 14 Jul 16, 05:32 PM

মোটা মানুষের মৃত্যু হয় অন্যদের আগে

মোটা মানুষের মৃত্যু হয় অন্যদের আগে

 

স্বাস্থ্য ডেস্ক: বাড়তি ওজন নিয়ে মোটা মানুষদের উদ্বিগ্ন হতে দেখা যায়। তার ওপর নতুন এই গবেষণা তাদের আরও দুশ্চিনা বাড়িয়ে দিতে পারে। কারণ সম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে, মোটা মানুষেরা সাধারণদের চেয়ে দ্রুত মৃত্যুবরণ করেন।

চিকিৎসা বিষয়ক জার্নাল দ্য ল্যানসেট-এ প্রকাশিত রিপোর্টে বলেন, প্রায় ৪০ লক্ষ মানুষের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য পাওয়া গেছে।  এই রির্পোটে বলা হয়েছে, মোটা মানুষেরা স্বাভাবিক ওজনের মানুষের চেয়ে অন্তত ৩ বছর আগে মারা যায়। এক্ষেত্রে পুরুষেরা নারীদের চেয়ে ৩ গুণ বেশি ঝুঁকিতে থাকেন। কখনো ধূমপান করেন না এবং দীর্ঘদিন কোনও রোগে ভোগেননি এমন মানুষদের ওপর এই সমীক্ষা চালানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন