News71.com
 Health
 06 May 23, 06:22 PM
 227           
 0
 06 May 23, 06:22 PM

দেশে করোনা শনাক্তের হার আরও বাড়ল ।।

দেশে করোনা শনাক্তের হার আরও বাড়ল ।।

নিউজ ডেস্কঃ সারা দেশে করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। সবশেষ ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৩১৫ জনে। তবে এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৬ জনেই অপরিবর্তিত রয়েছে। শনিবার (৬ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৮১৭ জন।সবশেষ ২৪ ঘণ্টায় ৫১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫০৭টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৯৬ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৪ শতাংশ। এর আগে শুক্রবার (৫ মে) ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এদিনও করোনায় কারও মৃত্যু হয়নি। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন