News71.com
 Health
 01 Aug 23, 12:11 AM
 144           
 0
 01 Aug 23, 12:11 AM

এশিয়া কাপ ও বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প আজ থেকে শুরু॥

এশিয়া কাপ ও বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প আজ থেকে শুরু॥

স্পোর্টস ডেস্কঃ চলতি মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলনের বাইরেই ছিল। কারণ আপাতত আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা নেই টাইগারদের। তবে এবার শেষ হচ্ছে বিশ্রামের পালা, কেননা সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় দুই আসর। তাই আজ থেকেই প্রাথমিক প্রস্তুতি ক্যাম্প শুরু করতে যাচ্ছে  লাল-সবুজ জার্সিধারীরা। এই ক্যাম্পে যোগ দেবেন জাতীয় দলের ক্রিকেটার ও ইমার্জিং এশিয়া কাপে আলো ছড়ানো খেলোয়াড়সহ মোট ৩২ জন ক্রিকেটার। তবে এই ক্যাম্পের শুরুতে খেলোয়াড়দের সঙ্গে থাকবেন না হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফের সদস্যরা। তারা আগামী ৮ আগস্ট স্কিল অনুশীলন শুরু হলে তখন যোগ দেবেন এই ক্যাম্পে।  গতকাল রোববার (৩০ জুলাই) দুপুরে মিরপুরে সংবাদমধ্যমে এই ক্যাম্পের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এ সময় তার সঙ্গে ছিলেন বিসিবির অপর দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক। এসময় এই ক্যাম্প নিয়ে তারা জানান, শুরুতে ফিটনেস ও পরে খেলোয়াড়দের স্কিল ডেভোলপ নিয়ে কাজ করা হবে।

 

সংবাদ সন্মেলনে নান্নু বলেন, ‘আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। ৩ তারিখে ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাচ্ছি খেলোয়াড়দের ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আছে। আমরা ৩২ জন খেলোয়াড় তৈরি করেছি, ওরা ইয়ো ইয়ো টেস্ট করে যাবে। তারপর স্কিল শুরু হবে ৮ তারিখে।’ এদিকে এই ক্যাম্প চলাকালীনই ৫-৬ আগস্ট ২১-২২ সদস্যের আসন্ন এশিয়া কাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানান প্রধান নির্বাচক। বলেন, ‘স্ট্যান্ডার্ডটা (ফিটনেস) তো দেখতে হবে। অনেকদিন হয়েছে প্রথম শ্রেণি, প্রিমিয়ার লিগ শেষ করেছে। অনেক লম্বা বিরতি। কেউ কেউ ইমার্জিং শেষ করেছে, কেউ টাইগার্স ক্যাম্পে ছিল। আমরা একটু দেখতে চাচ্ছি কে কোথায় আছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন