News71.com
 Health
 03 Aug 23, 01:48 AM
 181           
 0
 03 Aug 23, 01:48 AM

বিএসএমএমইউতে ডাক্তার দেখাতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু॥

বিএসএমএমইউতে ডাক্তার দেখাতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু॥

 নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে আর সকালে এসে লাইনে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে টিকেট কাটতে হবে না। রোগীদের ভোগান্তি কমাতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।গত সোমবার (১ আগস্ট) দুপুরে বিএসএমএমইউর বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

 

অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে রোগীদের এ হাসপাতালের ওয়েবসাইট http://bsmmu.ac.bd/ এ গিয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে। সেখান থেকে প্রয়োজনীয় বিভাগে সুবিধাজনক সময়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া যাবে।

এ বিশ্ববিদ্যালয়ের ৪৩টি বিভাগে এই সেবা চালু হয়েছে। প্রতিদিন ১ হাজার ৬৫০ জন রোগী এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে এ সংখ্যা বাড়ানো হবে এবং ধাপে ধাপে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতির  উন্নয়ন করা হবে বলে বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন