আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে পুতিন। ছবি: এএফপি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিয়েতনামে রাষ্ট্রীয় সফরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি ‘নির্ভরযোগ্য নিরাপত্তা বলয়’ তৈরি করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আজ বৃহস্পতিবার (২০ জুন) তিনি পিয়ংইয়ং সফর শেষে হ্যানয়ে অবতরণ করেন। কোরিয়ার পর পুতিনের ভিয়েতনাম সফরকে পশ্চিমকে বুড়ো আঙুল প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। হ্যানয়ে পুতিন ১১টি চুক্তি স্বাক্ষর করেছেন। তবে এসব চুক্তি উত্তর কোরিয়ায় সঙ্গে করা চুক্তির মতো নয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রুশ নেতা পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে কমিউনিস্ট ভিয়েতনাম। যদিও ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি। তবে যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে আসছেন পুতিন শুরু থেকেই। এ ছাড়া রাশিয়া ও ভিয়েতনাম আইসিসির সদস্য নয়। সুইজারল্যান্ডে সাম্প্রতিক ইউক্রেন সম্মেলন এবং রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞার তালিকা করে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স একাডেমির ইমেরিটাস অধ্যাপক কার্লাইল থায়ার বলেছেন, ‘হ্যানয়ে পুতিনের বিজয়ী অভ্যর্থনা বিপর্যয়ে পড়া রাশিয়ার জন্য বড় অর্জন হবে। পুতিন এবং রাশিয়ান প্রোপাগান্ডা মেশিন এখন প্রচার করবে যে, রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা প্রচেষ্টা বৃথা গেছে।’