আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অ্যাসাল্ট রাইফেল, বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টায় যে মডেলের রাইফেল ব্যবহার হয়েছিল, সেই অস্ত্র নিষিদ্ধ করার জন্য কংগ্রেসকে নতুন করে আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পেনসিলভেইনিয়ায় নির্বাচনি প্রচার সমাবেশে ট্রাম্পের ওপর গুলি ছোড়েন এক হামলাকারী। ট্রাম্পের ডান কান ছুয়ে বেরিয়ে যায় গুলি। মঙ্গলবার লাস ভেগাসে নাগরিক অধিকার গোষ্ঠী এনএএসিপি’র একটি কনভেনশনে দর্শকশ্রোতাদের উদ্দেশে বাইডেন বলেন, “ডনাল্ড ট্রাম্পকে গুলি করতে ব্যবহার করা হয়েছিল এআর-১৫ মডেলের একটি অ্যাসাল্ট রাইফেল। এই অস্ত্র যুক্তরাষ্ট্রে আরও বহু মানুষেরই প্রাণ কেড়েছে। যার মধ্যে আছে শিশুও। এখন সময় এসেছে এই রাইফেল নিষিদ্ধ করার।”