News71.com
 International
 12 Aug 24, 10:47 AM
 65           
 0
 12 Aug 24, 10:47 AM

আফগানিস্তানের মিনিবাসে বোমা বিস্ফোরণ॥হতাহত ১২

আফগানিস্তানের মিনিবাসে বোমা বিস্ফোরণ॥হতাহত ১২

 

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। রোববার (১১ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে কাবুলের একটি ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এ হামলা হয়। খবর ডনের । কাবুল পুলিশের খালিদ জাদরান মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণটি পশ্চিম কাবুলের একটি এলাকায় ঘটেছে, যেখানে শিয়া সম্প্রদায়ের লোকজনের বসবাস বেশি। দশত-ই-বারচি এলাকায় একটি মিনিবাসে বোমা রাখা হয়েছিল। সেটি বিস্ফোরিত হয়। এই ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি। এদিকে এই বোমা হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে, ঐতিহাসিকভাবে নিপীড়িত এই সংখ্যালঘু সম্প্রদায়কে প্রায়ই ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী লক্ষ্যবস্তু করে, কারণ তারা শিয়াদের ধর্মত্যাগী হিসেবে বিবেচনা করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন