আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়া প্রথমবারের মতো তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের এক ঝলক প্রকাশ করেছে। কেন্দ্রটিতে নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান উৎপাদন করে দেশটি। দক্ষিণ কোরিয়ার ইওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেইফ ইরিক এসলির মতে, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচির উন্নয়ন নিয়ে দম্ভ তুলে ধরতে এই স্থাপনার ছবি প্রকাশ করছে। সেই সঙ্গে তাদের অস্ত্র কর্মসূচির যে পরিবর্তন বা প্রত্যাহার করা হবে না, সে ইঙ্গিত দেওয়া হয়েছে।
শুক্রবার প্রকাশিত ছবিতে দেখা যায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শন করছেন। ধাতব সেন্ট্রিফিউজের লম্বা সারির মাঝখান দিয়ে হাঁটছেন কিম। যন্ত্রগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে ব্যবহার করা হয়। উত্তর কোরিয়ার বেশ কিছু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে বলে ধারণা আন্তর্জাতিক মহলের।