আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে সপ্তাহান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ২৭ জন নিহত হয়েছে। দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে, গত সপ্তাহ থেকে প্রবল বৃষ্টিপাতের কারণে অন্তত চারটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধস হয়। উত্তর সুমাত্রা পুলিশের মুখপাত্র হাদি ওয়াহিউদি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সবশেষ গতকাল বুধবার দেলি সেরদাং গ্রামে ভূমিধসে ৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।পাহাড়ি আন্তঃপ্রদেশ সড়কে ভূমিধসে ক্ষতিগ্রস্ত একটি মিনিবাস ও অন্যান্য যানবাহনে আটকে পড়া লোকজনসহ নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছেন বলে জানান তিনি।
অন্যান্য স্থানে সপ্তাহান্তে শুরু হওয়া তল্লাশিতে ২০ জনের মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। নিখোঁজ দুজনের সন্ধানে তল্লাশি চলছে। ভূমিধস ও আকস্মিক বন্যায় ঘরবাড়ি, মসজিদ ও ধানক্ষেত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে প্রাদেশিক রাজধানী মেদানেও বন্যা দেখা দেয়, যার ফলে কিছু ভোটকেন্দ্রে আঞ্চলিক নির্বাচনের জন্য ভোটগ্রহণ বিলম্বিত হয়। এদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা আবারও সতর্ক করে বলেছে, ২০২৪ সালের শেষের দিকে চরম আবহাওয়ার আশঙ্কা করা হচ্ছে।