আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকান বিভিন্ন দেশের ইসলামী জঙ্গীগ্রুপ সম্প্রতি কেনিয়া - সোমালিয়া কেন্দ্রিক ঐক্যবদ্ধ হয়েছে। তারা গত শুক্রবার রাজধানি মোগাদিসুর প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে কেনিয়ার সীমান্তবর্তী অঞ্চল আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ওপর ভয়ঙ্কর হামলা চালিয়েছে। হামলায় কমপক্ষে ৬৫ জন মারা গেছে। আহত শতাধিক । খবর বিবিসি/ গার্ডিয়ান /আল-জাজিরা।
জানাগেছে ইসলাম পন্থি সংগঠন আল শাবাব কেনিয়া - সোমলিয়ার সীমান্তবরতী এই এলাকায় একটি শক্তিশালী আত্মঘাতি গাড়ী বোমা বিস্ফোরণ ঘটিয়ে ওভারী অস্ত্র - সস্ত্র নিয়ে সোমলিয়ার সৈন্য দ্বারা পরিচালিত সোমালিয়া - আফ্রিকান ইউনিয়ন মিশনে (AMISOM) হামলা চালায় । এ হামলায় ৬৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। নিহতরা সকলে কেনিয়া ডিফেন্স ফোর্স (KDF) এর কর্মকর্তা বলে জানা গেছে। তবে একাধিক অসমর্থিত সুত্র হতাহতের সংখ্যা অনেক বেশী বলে দাবী করেছে। তবে সরকারী সুত্র তা স্বীকার করেনি । উল্লেখ্য আল-শাবাবের আফ্রিকান সৈন্যদের উপর এটা তৃতীয় হামলা । ইতিপুর্বে আরও দুইবার তারা শান্তি রক্ষী বাহিনির উপর হামলা চালিয়ে বড় ধরনের ক্ষত ক্ষতি করে।
সোমালিয়া-কেনিয়া সহ আফ্রিকার এই অঞ্চলে জাত-পাতের বিভধ নিয়ে হানাহনির সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে। এ অঞ্চলের জঙ্গী কার্যক্রম থেকে মানুষ যখন ধীরে ধীরে স্বাভাবিক জীবন যাপনে অভ্যস্ত হচ্ছে তখনই জঙ্গীরা জাত-পাতের মত পুরনো ইস্যুকে কাজে লাগিয়ে তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। এ অঞ্চলে জাত-পাতের এই সংঘর্ষে এপর্যন্ত মারা গেছে ২২ হাজারেরও বেশী মানুষ। মুলত বর্তমানে এ অঞ্চলটিতে মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে দন্ধ সংঘাত ও বিভেদ তীব্র আঁকার ধারন করেছে