আন্তর্জাতিক ডেস্কঃ জর্জিয়ায় নতুন করে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে। বিক্ষোভে অংশ নেওয়ায় দু'জন বিরোধী দলীয় নেতাসহ প্রায় ৪০০ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে দেশটির রাজধানী তিবলিসিতে এ বিক্ষোভ হয়। গত বছরের নভেম্বর থেকে জর্জিয়রায় থেমে থেকে বিক্ষোভ চলছে। তাদের অভিযোগ, ক্ষমতাসীন 'জর্জিয়া ড্রিম পার্টি' অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় গেছে। প্রচলিত আইনকে কর্তত্ববাদী আইন হিসাবে উল্লেখ করে ইইউপন্থী বিক্ষোভকারিরা বলেন, ক্ষমতাসীন দল দেশকে রাশিয়ামুখী করেছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নে জর্জিয়ার যোগদানের আলোচনাও বন্ধ রেখেছে।
অন্যদিকে, রাজধানীর প্রবেশমুখের একটি গুরুত্বপূর্ণ সড়কে অনুষ্ঠিত এ বিক্ষোভ থেকে আটক হন ইইউপন্থী আখালি পার্টির নেতা নিকা মেলিয়া এবং তিবলিসির সাবেক মেয়র গিজি উগুলাভা। এছাড়া টিভি ফুটেজে দেখা যায়, পুলিশ বিক্ষোভকারিদের মারধোর করে। বিরোধীদলীয় নেতা মেলিয়ার আইনজীবী জানান, আদালতে হাজির হওয়ার শর্তে রাতেই পুলিশ তাকে ছেড়ে দেয়। জর্জিয়ার সাবেক প্রধানমন্ত্রী গিরজি গাখারিয়া জনসাধারণের ওপর ব্যাপক নির্যাতনের জন্য সরকারকে দায়ী করেন। ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতির প্রধান কাজা কালাস বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারি, সাংবাদিক ও রাজনীতিবিদদের ওপর ব্যাপক নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইইউ জর্জিয়ার জনগণের পাশে থাকবে।