News71.com
 International
 07 Feb 25, 11:26 AM
 68           
 0
 07 Feb 25, 11:26 AM

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা আরোপ॥

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা আরোপ॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন। তিনি অভিযোগ করেছেন যে এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে লক্ষ্য করে ‘অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ’। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, মার্কিন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যম দুটি আরও জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এরপরে ট্রাম্প এই পদক্ষেপ নিলেন।নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের দুই দিন পরেই ট্রাম্প এই নির্বাহী আদেশে সই করলেন। আগের মেয়াদেও ট্রাম্প নেদারল্যান্ডসের হেগে আইসিসির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলায় তিনি এই নিষেধাজ্ঞা জারি করেন। পরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটি প্রত্যাহার করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন