News71.com
 International
 16 Feb 25, 11:53 PM
 33           
 0
 16 Feb 25, 11:53 PM

ব্রিকস শীর্ষ সম্মেলনের তারিখ ঘোষণা॥ এবারের আয়োজন করবে ব্রাজিল

ব্রিকস শীর্ষ সম্মেলনের তারিখ ঘোষণা॥ এবারের আয়োজন করবে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্কঃ  ২০২৫ সালের ব্রিকস শীর্ষ সম্মেলনের তারিখ এবং স্থান নির্ধারণ করা হয়েছে। আগামী ৬ থেকে ৭ জুলাই ব্রাজিলের রিও ডি জেনিরোতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ব্রিকসের সভাপতির দায়িত্ব নেয় ব্রাজিল। ব্রাজিল সরকার শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেছে, ২০২৫ সালের মধ্যে উন্নয়নশীল অর্থনীতির ব্লকের সভাপতিত্ব করবে ব্রাজিল। গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে বৈশ্বিক শাসন সংস্কার ও সহযোগিতা প্রচারের দিকে মনোনিবেশ করা হবে।

২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন ব্রিকস প্রতিষ্ঠা করে। শিল্পোন্নত দেশগুলোর 'গ্রুপ অব সেভেনের' (জি৭) পাল্টা ভারসাম্য হিসেবে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকাও এতে যোগ দেয়। গত বছর ইরান, মিশর, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাতকে যুক্ত করে ব্লকটি সম্প্রসারিত হয়। সৌদি আরবকেও এতে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে। তুরস্ক, আজারবাইজান এবং মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে সদস্যপদের জন্য আবেদন করেছে এবং আরও বেশ কয়েকটি দেশ আগ্রহ প্রকাশ করেছে।সম্প্রতি ব্লকটি ইন্দোনেশিয়াকে ১১ সদস্যের মধ্যে একটি হিসাবে এবং নাইজেরিয়াকে 'অংশীদার দেশ' হিসাবে স্বাগত জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন