News71.com
 International
 27 Feb 25, 08:08 PM
 61           
 0
 27 Feb 25, 08:08 PM

উত্তর কোরিয়ার বিরুদ্ধে ‘ইতিহাসের বৃহত্তম’ ক্রিপ্টো হ্যাকিংয়ের অভিযোগ॥

উত্তর কোরিয়ার বিরুদ্ধে ‘ইতিহাসের বৃহত্তম’ ক্রিপ্টো হ্যাকিংয়ের অভিযোগ॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ দুবাইভিত্তিক বাইবিট ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ থেকে প্রায় ১৫০ কোটি ডলারের ভার্চুয়াল সম্পদ চুরির ঘটনায় উত্তর কোরিয়া দায়ী বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিএই)। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এ দাবি করে সংস্থাটি। গত সপ্তাহে প্রকাশিত এই চুরিকে ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো হ্যাক বলে মনে করা হচ্ছে। এফবিআই হ্যাকিংয়ের জন্য উত্তর কোরিয়ার নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে দায়ী না করে বলেছে, হ্যাকাররা 'ট্রেডারট্রেইটর' নামের একটি ক্রিপ্টোকারেন্সি অ্যাপ্লিকেশন ব্যবহার করেছে, যা ভুক্তভোগীদের চাকরির অফারের আড়ালে 'ম্যালওয়্যার' ইনস্টল করতে প্ররোচিত করে। একবার ইনস্টল হয়ে গেলে ম্যালওয়্যারটি হ্যাকারদের আর্থিক সিস্টেমগুলোতে অ্যাক্সেস পেতে এবং তহবিল সরিয়ে নিতে অনুমতি দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন