News71.com
 International
 28 Feb 25, 10:12 AM
 70           
 0
 28 Feb 25, 10:12 AM

কাকভোরে নেপালে শক্তিশালী ভূমিকম্প॥ কেঁপে উঠল ভারতও

কাকভোরে নেপালে শক্তিশালী ভূমিকম্প॥ কেঁপে উঠল ভারতও

আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে হিমালয় অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়। ভারতের পাটনা ও বিহারের আশপাশের এলাকাতেও এই কম্পনের প্রভাব টের পাওয়া গেছে। রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নেপালের সিন্ধুপালচোক জেলার ভৈরব কুন্ডা এলাকায়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ভূমিকম্পটির মাত্রা ৫.৬ হিসেবে পরিমাপ করেছে, তবে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি একে ৫.৫ মাত্রার বলে জানিয়েছে। তবে এটি একক ভূমিকম্প ছিল নাকি পরপর কয়েকটি ভূমিকম্প হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, ৬.১ মাত্রার ভূমিকম্প সাধারণত শক্তিশালী হিসেবে বিবেচিত হয় এবং কেন্দ্রের কাছাকাছি অঞ্চলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। তবে এখন পর্যন্ত ভূমিকম্পজনিত কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষতির তথ্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সম্ভাব্য আফটারশক বা পরবর্তী কম্পনের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন