আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি। বৈঠক শেষে সৌদি আরব ও ইউক্রেন যৌথ বিবৃতি প্রকাশ করেছে। মঙ্গলবার (১১ মার্চ) জেদ্দায় এই আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। এর আগে, স্থানীয় সময় সোমবার (১০ মার্চ) সৌদি আরবে পৌঁছান জেলেনস্কি।
বিবৃতিতে সৌদি আরব আশা প্রকাশ করেছে যে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালার ভিত্তিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা সফল হবে। অন্যদিকে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় মধ্যস্থতা করায় রিয়াদের প্রশংসা করেন জেলেনস্কি। পাশাপাশি, ইউক্রেনকে মানবিক ও উন্নয়ন সহায়তা দেওয়ার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনীয় প্রতিনিধিদের আলোচনায় মধ্যস্থতা করবে সৌদি আরব। এদিকে, জেদ্দায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। তিনি শীর্ষ মার্কিন কূটনীতিকদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজও রয়েছেন।