আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হাতে জিম্মি ট্রেন থেকে ৪৫০ আরোহীর মধ্যে ১০৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনো চলমান বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। আজ বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য নিশ্চিত করেছে।ডনের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃতদের মধ্যে ১৭ জন গুরুতর আহত। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তুমুল লড়াই চলছে। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, উদ্ধার অভিযানে নিরাপত্তা বাহিনী সাথে সংঘর্ষে ১৬ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশে বেলুচ লিবারেশন আর্মি নামের একটি সশস্ত্র গোষ্ঠীর আক্রমণের শিকার হয় জাফর এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল। এ ঘটনার পর পাঞ্জাব-সিন্ধু-বেলুচিস্তান রুটে রেল চলাচল স্থগিত করা হয়েছে। পাকিস্তান রেলওয়ের চিফ এক্সিকিউটিভ অফিসার আমির আলী ডনকে জানিয়েছেন, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকা সম্পূর্ণ নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। তিনি বলেন, ‘আমরা নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। কিন্তু বর্তমানে সেখানে কী ঘটছে, তা এখনই প্রকাশ করা যাচ্ছে না। যাত্রী, রেলকর্মী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করা ছাড়া আপাতত কিছু করার নেই।’