News71.com
 International
 15 Mar 25, 10:50 AM
 56           
 0
 15 Mar 25, 10:50 AM

আগামী দুই বছরে পৃথিবীতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে ৬৭ লাখ॥

আগামী দুই বছরে পৃথিবীতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে ৬৭ লাখ॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধ ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার ফলে আগামী দুই বছরে বিশ্বব্যাপী ৬৭ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (১৪ মার্চ) মানবিক সংস্থা ডেনিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি) এ কথা জানিয়েছে।ডিআরসির প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির আন্তর্জাতিক সাহায্য প্রত্যাহারের ‘বিধ্বংসী’ পদক্ষেপের ফলে লাখ লাখ দুর্বল মানুষ প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হয়ে পড়েছে। ডিআরসি মহাসচিব শার্লট স্লেন্তে এক বিবৃতিতে বলেন, আমরা যুদ্ধ ও দায়মুক্তির যুগে বাস করছি। বেসামরিক নাগরিকরা সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে। সংস্থাটি জানায়, বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বর্তমানে ১২২.৬ মিলিয়ন। ২০২৬ সালে আরও ২৫ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা করা হয়। আশঙ্কাজনক এই জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রায় অর্ধেকের জন্য দায়ী সুদান ও মিয়ানমারের গৃহযুদ্ধ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন