News71.com
 International
 15 Mar 25, 11:05 PM
 47           
 0
 15 Mar 25, 11:05 PM

সংবিধানে ইসলামি আইন আনার প্রতিবাদে সিরিয়ায় কুর্দিদের বিক্ষোভ॥

সংবিধানে ইসলামি আইন আনার প্রতিবাদে সিরিয়ায় কুর্দিদের বিক্ষোভ॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ আল-হাসাকার বেশ কয়েকটি শহরে অন্তর্বর্তী সংবিধান নিয়ে ব্যাপক বিক্ষোভ করেছে কুর্দি সম্প্রদায়ের লোকজন। গত বৃহস্পতিবার ইসলামি আইনকে প্রধান আইনি ভিত্তি করে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা একটি অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন। এরপরই সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) নিয়ন্ত্রিত অঞ্চলটিতে বিক্ষোভ শুরু হয়। লেবাননের সম্প্রচারমাধ্যম আল মায়াদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবাদকারীরা দাবি করেন, নতুন সরকার সংখ্যালঘু সম্প্রদায়গুলোর মতামত উপেক্ষা করেছে। এমনকি তাদের সংলাপেও অংশ নিতে দেয়নি। তাদের অভিযোগ, এই সাংবিধানিক কাঠামো সিরিয়ার বৈচিত্র্যপূর্ণ সমাজকে প্রতিনিধিত্ব করে না এবং এটি আগের শাসনের নীতি বহাল রাখার কৌশল। তারা আন্তর্জাতিক সম্প্রদায় ও আরব দেশগুলোর হস্তক্ষেপ কামনা করে, যাতে অস্থায়ী সাংবিধানিক কাঠামোতে সিরিয়ার সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত হয়। আহমেদ আল-হাজ্জি নামের এক প্রতিবাদকারী আল মায়াদিনকে বলেন, নতুন সাংবিধানিক ঘোষণা কার্যত বাথ পার্টির পুরোনো নীতিই বহন করেছে। বিশেষ করে সিরিয়ার সরকারকে সিরিয়ান আরব রিপাবলিক নামে উল্লেখ করা এবং ইসলামি আইনের ভিত্তিতে আইন প্রণয়নের সিদ্ধান্ত কুর্দিসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য উদ্বেগজনক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন