আন্তর্জাতিক ডেস্কঃ নিরাপত্তা চুক্তির প্রতি ট্রাম্প প্রশাসনের অবস্থান বদলানো এবং অব্যাহত আঞ্চলিক উত্তেজনা নিয়ে উদ্বেগের মধ্যে জাপান তাদের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে। প্রায় ১ হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়া এবং চীনের উপকূলীয় অঞ্চলে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সরকারি সূত্রের বরাত দিয়ে কিয়োডো নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে, এগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওকিনাওয়া দ্বীপ শৃঙ্খলের প্রতিরক্ষা জোরদার করবে এবং আক্রমণের ক্ষেত্রে জাপানের 'পাল্টা আক্রমণ ক্ষমতা' বাড়াবে।
চীনকে উত্তেজিত করা এড়াতে তাইওয়ানের ১১০ কিলোমিটারের মধ্যে বিস্তৃত ওকিনাওয়া দ্বীপপুঞ্জে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সম্ভাবনা কম। দ্বীপপুঞ্জগুলোতে ইতিমধ্যেই কমপাল্লার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র রয়েছে। ফুকুই প্রিফেকচারাল বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ইয়োইচি শিমাদা বলেন, চীন এবং উত্তর কোরিয়ার হুমকি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে জাপানের পক্ষে আরও কার্যকর অস্ত্র ব্যবস্থার মাধ্যমে এর মোকাবিলা করাটা স্বাভাবিক। আমি মনে করি জাপানের দ্রুত আরও শক্তিশালী নিরাপত্তা গড়ে তোলার জন্য দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের মতো পদক্ষেপ নেওয়া উচিত।