News71.com
 International
 02 Apr 25, 10:22 PM
 56           
 0
 02 Apr 25, 10:22 PM

তুরস্কে এবার ‘বাণিজ্য বয়কটের’ ডাক এরদোয়ান বিরোধীদের॥

তুরস্কে এবার ‘বাণিজ্য বয়কটের’ ডাক এরদোয়ান বিরোধীদের॥

আন্তর্জাতিক ডেস্ক: ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেপ্তারের পর বিরোধী দলগুলো তুরস্কের সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন কোম্পানির পণ্য ও সেবা বয়কটের ডাক দিয়েছে। উত্তাল তুরস্কে গত এক দশকের মধ্যে এত বড় বিক্ষোভ আগে কেউ কখনো দেখেনি। সরকারি নিষেধাজ্ঞা–গ্রেপ্তারের হুমকি উপেক্ষা করে দেশজুড়ে বিভিন্ন স্থানে জমায়েত হয়েছেন ইমামোগলুর সমর্থকেরা। তবে বিরোধী দলগুলোর ‘বাণিজ্য বয়কটের’ নিন্দা করেছে তুরস্কের সরকার। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিরোধী দলগুলোর বাণিজ্য বয়কটের আহ্বানকে অর্থনীতির বিরুদ্ধে ‘ধ্বংসযজ্ঞের চেষ্টা’ হিসেবে বর্ণনা করেছে এরদোয়ানের সরকার।

দুই সপ্তাহ আগে (১৯ মার্চ) মেয়র ইমামোগলুকে আটক করার পর প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত কোম্পানিগুলোর পণ্য ও সেবা বয়কটের ডাক দেয়। আজ বুধবার এই বিক্ষোভ আরও বিস্তৃত হয়ে এক দিনের জন্য সবধরনের কেনাকাটা বন্ধের ঘোষণায় রূপ নেয়। এর ফলে কিছু দোকানদার মেয়র ইমামোগলুর সমর্থকদের সঙ্গে সংহতি জানিয়ে তাঁদের দোকান বন্ধ রাখেন।  মেয়র ইমামোগলু এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও ভবিষ্যতের যেকোনো নির্বাচনে সিএইচপির প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ—ইমামোগলুর গ্রেপ্তার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন