আন্তর্জাতিক ডেস্ক: রাজধানী ওয়াশিংটন ডিসির মতো নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, টেক্সাস, মিশিগান, ফ্লোরিডা, জর্জিয়া, শিকাগো, বস্টন, ফিলাডেলফিয়া, কানেকটিকাট, নিউজার্সি, আরিজোনা, মিনেসোটা, আলাবামা, ওরেগন, ক্যানসাস, কেন্টাকি, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ডেলাওয়ার, ওহাইও, আইওয়া, সিয়াটল, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, উইসকনসিন, নিউ হ্যামশায়ার, রোড আইল্যান্ড, সান ফ্রান্সিসকোসহ বিভিন্ন স্থানে লাখ লাখ আমেরিকান ‘হ্যান্ডস অফ’ শীর্ষক এই কর্মসূচিতে অংশ নেন। ট্রাম্প ও ইলন মাস্ককে কড়া বার্তা দেন তারা।
এর আগে ২০১৭ সালের ২০ জানুয়ারিতে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দিন বিশাল প্রতিবাদ হয়েছিল। জর্জ ফ্লয়েড হত্যার পর ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের মতোই ৫ এপ্রিল শনিবারের ‘হ্যান্ডস অফ’ কর্মসূচিকে আরও বড় বলে উল্লেখ করেছে শীর্ষস্থানীয় মার্কিন মিডিয়াগুলো। বিক্ষোভে দেড়শটির মতো গোষ্ঠী অংশ নেয়, যার একটি ‘ইনডিভিজিবল’। গোষ্ঠীটির সহ-প্রতিষ্ঠাতা এজরা লেভিন গণমাধ্যমে বলেন, এই বিক্ষোভের মাধ্যমে ট্রাম্প, ইলন মাস্ক, রিপাবলিকান কংগ্রেস সদস্য ও তাদের মিত্রদের পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ওপর হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।