আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিন পর রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা তুরস্কে মিলিত হবেন বলে দাবি করেছে সিএনএন তুর্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে রোববার (১৩ এপ্রিল) সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগামী সপ্তাহে আঙ্কারায় মস্কো ও কিয়েভের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করবেন। সূত্রের খবর অনুযায়ী, কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতি ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে আগামী মঙ্গলবার ও বুধবার আঙ্কারার তুর্কি নৌবাহিনীর সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
মার্চের শেষের দিকে রিয়াদে রাশিয়ান ও মার্কিন প্রতিবনিধিরা কৃষ্ণ সাগরে শস্য উদ্যোগ পুনরুজ্জীবিত করার দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছিলেন। তবে ক্রেমলিনের মতে, রাশিয়ান কৃষি, খাদ্য ও সারের আন্তর্জাতিক বিক্রয়ের সঙ্গে জড়িত আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো অপসারণ করা উচিত। রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, মস্কো এবং ওয়াশিংটন সামুদ্রিক যুদ্ধবিরতি আলচনাটি ইউক্রেন সংঘাতের কূটনৈতিক নিষ্পত্তির দিকে একটি পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। ২০২২ সালের জুলাই মাসে জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ সাগর শস্য উদ্যোগটি ইউক্রেনীয় কৃষি পণ্যের নিরাপদ উত্তরণ ঘটাবে বলে মনে হয়েছিল।