News71.com
 International
 24 Apr 25, 04:35 PM
 38           
 0
 24 Apr 25, 04:35 PM

সন্ত্রাসবাদীর তকমা দিয়ে মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করল জর্ডান॥

সন্ত্রাসবাদীর তকমা দিয়ে মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করল জর্ডান॥

আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করেছে জর্ডান সরকার।এক সপ্তাহ আগে রকেট ও ড্রোন হামলার পরিকল্পনার অভিযোগে মুসলিম ব্রাদারহুডের সদস্যদের গ্রেপ্তারের কথা জানিয়েছিল আরব দেশটি।জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রী মাজেন আল-ফারায়া এক সংবাদ সম্মেলনে বলেন, ব্রাদারহুডের সমস্ত অফিস বন্ধ করে দেওয়া হবে। এর সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং যেকোনো কার্যকলাপ অবৈধ বলে বিবেচিত হবে। ব্রাদারহুডের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যারা কথিত হামলার পরিকল্পনার সাথে কোনও যোগসূত্র অস্বীকার করেছে।  নিষেধাজ্ঞার ফলে দলের রাজনৈতিক শাখা ইসলামিক অ্যাকশন ফ্রন্ট যা পার্লামেন্টের বৃহত্তম বিরোধী দল। তার ওপর কীভাবে প্রভাব পড়বে তা স্পষ্ট নয়। তবে ফারায়ার ঘোষণার পর পুলিশ তাদের সদর দপ্তরে অভিযান চালায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন