News71.com
 International
 04 Jul 25, 11:14 AM
 12           
 0
 04 Jul 25, 11:14 AM

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে হামাস॥  

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে হামাস॥   

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ফিলিস্তিনের অন্যান্য রাজনৈতিক গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে হামাস। শুক্রবার (৪ জুলাই) ভোরে এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, আলোচনা শেষে তারা মধ্যস্থতাকারীদের কাছে তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জমা দেবে। প্রস্তাবিত এই চুক্তিতে ৬০ দিনের একটি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, যার শুরু ও শেষ চিহ্নিত হবে মোট ২৮ জন ইসরায়েলি বন্দির মুক্তির মধ্য দিয়ে। এর মধ্যে ১০ জন জীবিত এবং ১৮ জন নিহত বন্দি দেহাবশেষ রয়েছে, যাদের তিন ধাপে ইসরায়েলের কাছে হস্তান্তরের কথা বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন