আন্তর্জাতিক ডেস্কঃ কয়েক মাস ধরেই রাশিয়ার ভেতরে বারবার ড্রোন হামলা চালিয়ে আসছে ইউক্রেন। অদ্ভুত ব্যাপার হল, সামরিক স্থাপনার বদলে রাশিয়ার আবাসিক ভবন এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোগুলোকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে। এবার ইচ্ছা করে বেসামরিক রাশিয়ান নাগরিকদের ওপর হামলার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ল রাশিয়া। ২৭ জুলাই রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনারা একরাতেই রাশিয়ার বিভিন্ন স্থানের আকাশসীমায় প্রায় ১০০টি ইউক্রেনীয় ড্রোন রুখে দিয়েছে। মস্কোর সঙ্গে কিয়েভ নতুন করে কূটনৈতিক যোগাযোগ স্থাপন করলেও তারা চালকহীন আকাশযান দিয়ে বর্বর আক্রমণ বাড়িয়ে চলেছে। তাই এবার কড়া পালটা ব্যবস্থা নিয়েছে রাশিয়া।
রাশিয়ার ব্রায়ানস্ক, স্মোলেনস্ক এবং কালুগা অঞ্চলে ৬৭টি ড্রোন গুলি করেই ভূপাতিত করেছে রাশিয়ার সেনারা। দেশটির দক্ষিণে ভলগোগ্রাদ, রোস্তভ, ভোরোনেজ এবং কুরস্ক অঞ্চলের পাশাপাশি ক্রিমিয়া উপদ্বীপকে লক্ষ্য করে আরও ড্রোন ছুড়েছিল ইউক্রেনীয়রা। সেগুলোর মধ্যেও ৩০টি ইউএভি আটকানো হয়েছে। মস্কোর কাছে এবং নিঝনি নভগোরোদ, ওরিওল এবং তাম্বভ অঞ্চলেও বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়েছে। হামলা এবং রাশিয়ান প্রতিরোধ চলার সময় কেউ হতাহত হয়েছে বলে খবর মেলেনি। তবে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ওকটিয়াব্রস্কি জেলায় রেলপথের বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে