আন্তর্জাতিক ডেস্কঃ অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতে চীনের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আরও ১০ জন নিখোঁজ রয়েছেন। যার ফলে শত শত লোক বাস্তুচ্যুত হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। উত্তর হেবেই প্রদেশের লুয়ানপিং কাউন্টির একটি গ্রামে ভূমিধসের ফলে হতাহতের ঘটনা ঘটে। সোমবার চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, চেংদে শহরের কাছে একটি গ্রামে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের এ ঘটনা ঘটে। চীন কর্তৃপক্ষ ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করেছে এবং অঞ্চলটির বেশ কয়েকজনকে উদ্ধার করেছে। বেইজিংয়ের উপশহর মিয়ুন জেলার তাইশিতুন টাউনশিপে ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দেয় যা আবাসিক এলাকা থেকে একাধিক যানবাহন ভাসিয়ে নিয়ে যায়। টানা বৃষ্টির কারণে হঠাৎ বন্যা ও ভূমিধস দেখা দিলে সেখান থেকে অন্তত ৪,৪০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সিসিটিভি জানিয়েছে, ওই অঞ্চলের বহু গ্রামে এই দুর্যোগের প্রভাব পড়েছে।